• image
  • image
  • image
  • image

গৌরবের কালিয়া

prev
next

নবগঙ্গার তীরে গড়ে ওঠা এই কালিয়া উপজেলা ধারন করে রেখেছে গৌরবময় ইতিহাস

এক নজরে কালিয়া

২৯.২২

বগকিমি আয়তন

২৩৫৯০

সুখী নাগরিক

৬৫%

শিক্ষিত হার

ওয়ার্ড

কিছু কথা

বৃহত্তর যশোর এলাকার মুক্তিযুদ্ধের সমন্বয়কারী এখলাস উদ্দিন বিশ্বাস এর ঐকান্তিক প্রচেষ্টায় স্বাধীন্তা উত্তর তৎকালীন মহামান্য রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর রাজনৈতিক অঙ্গীকারের ফলশ্রুতিতে ও আদেশবলে ১৯৭৬ সালে ১ লা জানুয়ারী সাবেক বেন্দা ও কালিয়া ইউনিয়নের আংশিক এলাকার ৭ টি মৌজা নিয়ে কালিয়া পৌরসভা গঠিত হয়।

কালিয়া পৌরসভাটি নবগঙ্গা নদীর পূর্ব তীরে ২৯.২২ বর্গ কিলোমিটার এলাকা নিয়ে গঠিত। পৌরসভাটি একটি দ্বীপ সদৃশ উপজেলা শহর। জেলা সদর নড়াইল যেতে নবগঙ্গা নদী, পার্শ্ববর্তী গোপালগঞ্জ জেলা শহরে যেতে মধুমতি এবং বিভাগীয় শহর খুলনায় যেতে ভৈরব নদী পার করতে হয়। নদী পারাপার ব্যতিত জেলা সদর বা দেশের অন্য কোন এলাকাতে যাওয়া সম্ভব নয়।